BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি, চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র মতবিনিময় সভা, একই মঞ্চে সাবেক ৩ এমপি

চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি, চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র মতবিনিময় সভা, একই মঞ্চে সাবেক ৩ এমপি

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি” শ্লোগানে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিএনপি।

‘আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নায্য পানি বন্টনে হোক সমাধান’ প্রতিপাদ্যে সভায় দীর্ঘদিন পর একই মঞ্চে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে রবিবার বিকেলে জেলা শহরের শহীদ সাটুহল কমপ্লেক্সে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ।

সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল ইসলাম (আশরাফ চেয়ারম্যান), জেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফসহ অন্যরা।

উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাঁকা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, বিএনপি নেতা এ্যাড. ময়েজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বারেক, ভোলাহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলামসহ অন্যরা।

এসময় জেলার ৩টি সংসদীয় আসনের বিএনপি ও অংগ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। এদিকে, পদ্মা বাঁচাতে উপস্থিত নেতা-কর্মীরা নানা শ্লোগান দিতে থাকে।

বক্তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা ভাঙ্গনে ওই এলাকার দূর্দশার কথা তুলে ধরেন এবং গঙ্গা-পদ্মার-নায্য পানি বন্টনের জোর দাবী জানিয়ে দ্রুতই পদ্মা ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবী জানান।

বিএনপির নেতৃবৃন্দ ও সাবেক ৩ সাংসদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানোর জন্য নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশনা দেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আবারও জাতীয় বেইমান ও জাতীয় মোনাফেক এক হয়ে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মিলন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, রাজশাহীতে মনোনয়ন পেলেন যারা বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার ধানের শীষ পেলেন মনোনয়নের দিনেও লিফলেট বিতরণ বাগমারায় ধানের শীষের কান্ডারী ডি.এম জিয়া রাজশাহীতে বিএনপির দুর্গ পুনর্গঠনের লড়াই: মনোনয়ন ঘিরে কোন্দল ও প্রতিযোগিতা ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফলাফল জামালপুরে ইজিবাইক লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন, প্রশাসনের সমঝোতায় প্রত্যাহার রাজশাহীর তানোরে গো-খাদ্যের তীব্র সংকট: খড়ের চড়া দামে দিশেহারা কৃষক, ভরসা এখন কচুরিপানা পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু