BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলা নিজ দেশে মার্কিন সামরিক হামলা চান নোবেল বিজয়ী মাচাদো!

ভেনেজুয়েলা নিজ দেশে মার্কিন সামরিক হামলা চান নোবেল বিজয়ী মাচাদো!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের ফলে, তাদের শাসনব্যবস্থার পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে সহায়তা করলে তিনি দেশটিতে মার্কিন হামলাকে স্বাগত জানাবেন।

ওয়াশিংটন প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ‘পাচারকারীদের’ সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে। এ কারণে বছরের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে একটি নৌবাহিনী মোতায়েন করেন এবং সেপ্টেম্বর থেকে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলে মাদক চোরাচালানের অভিযোগে জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

এদিকে, গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়াশিংটন তার নৌ-সামরিক উপস্থিতি সম্প্রসারণ করছে, বিশ্লেষকরা বলছেন যে অভিযানটি মাদকবিরোধী অভিযানের বাইরেও প্রসারিত হতে পারে।

যদিও ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সরাসরি হামলার পরিকল্পনা অস্বীকার করেছেন, তবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা পর্যালোচনা করেছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের ‘দ্য মিশাল হুসেন শো’-তে তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করেন কিনা জানতে চাইলে মাচাদো বলেন, ‘আমি বিশ্বাস করি, যে উত্তেজনা চলছে তা মাদুরোকে বুঝতে বাধ্য করার একমাত্র উপায় যে এখন চলে যাওয়ার সময় এসেছে।’

মাচাদো দাবি করেন, গত বছরের নির্বাচনে মাদুরো ‘অবৈধভাবে’ ক্ষমতা দখল করেছিলেন এবং দাবি করেন, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি এও বলেন, প্রচলিত পদ্ধতিতে শাসনব্যবস্থার পরিবর্তন হবে না। কারণ তিনি বৈধ প্রেসিডেন্ট নন বরং তিনি একটি মাদক সন্ত্রাসবাদী কাঠামোর প্রধান।’

অন্যদিকে, মাদুরো মাচাদোর বিরুদ্ধে সরকার বিরোধী গোষ্ঠীগুলোতে মার্কিন তহবিল সরবরাহের অভিযোগ এনেছেন, তাকে ভেনেজুয়েলার বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের জন্য একটি ফ্রন্ট বলে অভিহিত করেছেন।

তবে, মাচাদোর কয়েক দশক ধরে মার্কিন সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ২০০৫ সালে, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ তাকে ওভাল অফিসে অভ্যর্থনা জানান।

মাদুরোকে অপসারণের একমাত্র উপায় মার্কিন সামরিক বাহিনী কিনা জানতে চাইলে মাচাদো বলেন, কেবল হুমকিই যথেষ্ট হতে পারে। তিনি আরও বলেন যে সামরিক বাহিনী এবং পুলিশের সমর্থন থাকলে ভেনেজুয়েলার বিরোধী দল সরকার দখল করতে প্রস্তুত।

এদিকে, মাদুরো মার্কিন মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাম্পকে ‘নতুন যুদ্ধ তৈরির’ অভিযোগ করেছেন। কারাকাস মার্কিন অভিযানকে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং একটি অভ্যুত্থান প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। এছাড়া তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য রাশিয়া, চীন এবং ইরানের সাহায্য চেয়েছে বলে জানা গেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আবারও জাতীয় বেইমান ও জাতীয় মোনাফেক এক হয়ে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মিলন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, রাজশাহীতে মনোনয়ন পেলেন যারা বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার ধানের শীষ পেলেন মনোনয়নের দিনেও লিফলেট বিতরণ বাগমারায় ধানের শীষের কান্ডারী ডি.এম জিয়া রাজশাহীতে বিএনপির দুর্গ পুনর্গঠনের লড়াই: মনোনয়ন ঘিরে কোন্দল ও প্রতিযোগিতা ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফলাফল জামালপুরে ইজিবাইক লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন, প্রশাসনের সমঝোতায় প্রত্যাহার রাজশাহীর তানোরে গো-খাদ্যের তীব্র সংকট: খড়ের চড়া দামে দিশেহারা কৃষক, ভরসা এখন কচুরিপানা পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু