কেসিসি নির্বাচন : ধানের শীষে ভোট দেয়ার আহবান মঞ্জুর

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা : মুখে উন্নয়নের গালগল্প শোনালেও দেশে কার্যত লুটেরাতন্ত্র কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দৃশ্যমান উন্নয়ন প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা লুট হয়ে বিদেশে পাচার হচ্ছে বলেও বিএনপির এ মেয়রপ্রার্থীর।

সরকার পরিবর্তন হলে আর্থিক সেক্টরের এই বিশাল লুটপাটের দায় সাধারণ মানুষকেই বহন করতে হবে। লুটেরা আওয়ামী মন্ত্রী-এমপি-নেতারা বিপদ বুঝে আগেই বিদেশে পালিয়ে যাবে। আসন্ন সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে এই লুটপাটকারীদেরকে প্রত্যাখ্যান করার জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।

কেসিসি নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনে বুধবার নগরীর ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা, আদালত প্রাঙ্গন, বার সমিতিতে গণসংযোগ ও লিফলেট বিতরনকালে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৮টায় ৩১ নং ওয়ার্ডের পাকার মোড় থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে যান। গণসংযোগকালে জনতার ঢল নামে। তারা দুঃশাসন হঠাতে নীরব ভোট বিপ্লবে ধানের শীষকে বিজয়ী করবে বলে অঙ্গীকার করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, বিজেপির নগর সভাপতি এ্যাড. লতিফুর রহমান লাবু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্দুল জলিল খান কালাম, শাহজালাল বাবলু, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, হাসানুর রশিদ মিরাজ, এস এম কামাল হোসেন, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, ময়েজউদ্দিন চুন্নু, শেখ আনিসুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, আলমগীর কবির আলম, আব্দুল্লা আল মামুন, মোঃ মামুনর রহমান, জি এম রাজিবুল ইসলাম বাপ্পী, শেখ আল মামুন, আরিফুর রহমান, রাজিব তালুকদার, ইফতেখান জামান নবীন, খায়রুল আলম রাজু, মুসফিকুর হাসান অভি প্রমুখ।

এরপর তিনি আইনজীবী সমিতি মিলনায়তনে যান এবং আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া আদালত চত্বর ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. গাজী আব্দুল বারী,এ্যাড. বজলুর রহমান, এ্যাড. আকরাম হোসেন, এ্যাড. লতিফুর রহমান লাবু, এ্যাড. এস আর ফারুক, এ্যাড. মাসুদ হোসেন রনি, এ্যাড. গোলাম মাওলা, এ্যাড. নুরুল হাসান রুবা, এ্যাড. আবুল হোসেন হাওলাদার, এ্যাড. মুজিবর রহমান, এ্যাড. মশিউর রহমান নান্নু, এ্যাড. বি এম ওমর ফারুক, এ্যাড. জি এ বরু, এ্যাড. মাহফুজুর রহমান মফিজ, এ্যাড. জাহাঙ্গীর আলম, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এ্যাড. শামীম হাসান, এ্যাড. মাকসুদুল হাসান, এ্যাড. হাসিবুর রহমান, এ্যাড. ফরহাদ আব্বাস, এ্যাড. তেীহিদুল ইসলাম, এ্যাড. মোল্লা মহসিন, এ্যাড. ওমর ফারুক বনি প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.