BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য মরহুম সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল।

২০০৫ সালের ৩ নভেম্বর অসুস্থ্যতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর থেকেই দেশবাসীর স্মৃতিতে তিনি থেকে গেছেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, সৎ রাজনীতিক এবং সমাজসেবক হিসেবে।

দল ও রাজনীতিতে দীর্ঘ সময় যুক্ত থেকে সালেহ্ উদ্দিন বেবী রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং গণমানুষের প্রতি আন্তরিকতার জন্য। শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

তিনি বিএনপির রাজশাহী মহানগর কমিটিকে সংগঠিত ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার বাদ ফজর নগরীর মহিষবাথান গোরস্থানে কবর জিয়ারত করবেন পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় নেতাকর্মীরা। পাশাপাশি বাদ মাগরিব নগরীর শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। সেখানে তাঁর রুহের মাগফেরাত, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

সালেহ্ উদ্দিন বেবীর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁরা বলেন, রাজনীতি, সমাজ ও মানবসেবায় তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি সনাক্ত সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মিলন ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টার সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল