উডসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা

বিটিসি স্পোর্টস ডেস্ক: টাইগার উডস আবারও বিতর্কে জড়ালেন। এবার তার বিরুদ্ধে সাবেক প্রেমিকা এরিকা হারম্যান যৌন হেনস্তার অভিযোগ এনে ৩০ মিলিয়ন ডলারের (প্রায় ৩১৯ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন।
হারম্যান উডসের রেস্তরাঁয় একসময় কর্মরত ছিলেন। তার অভিযোগ, সাবেক বিশ্বসেরা গলফার তাদের যৌন সম্পর্ক যাতে ফাঁস না হয়ে যায়, তাই একটি গোপনীয়তা রক্ষার চুক্তি (এনডিএ) করেন। এই চুক্তি না করলে নাকি তাকে সেই রেস্তরাঁয় নাকি চাকরি হারাতে হত।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, হারম্যানের আইনজীবী বেঞ্জামিন হোডাস লিখেছেন, ‘উডস ছিলেন হারম্যানের বস। কোনো মালিক যদি যৌন সম্পর্কের জন্য কর্মচারীর ওপরে বিভিন্ন রকম কাজের শর্ত আরোপ করেন, তা হলে সেটা যৌন হেনস্থা।’
হোডাসের নথিতে আরও বলা হয়েছে, ‘টাইগার উডস আন্তর্জাতিক পর্যায়ের বিখ্যাত একজন খেলোয়াড়। খুব শক্তিশালী এক জন চরিত্র ক্রীড়াবিশ্বে। তিনি যৌন সম্পর্ক স্থাপন করেন এবং এরপরে জোর করেন তার কর্মচারীকে এনডিএ সই করার জন্য। না হলে চাকরি থেকে ছাঁটাই হতে হবে। যখন তিনি তাদের যৌন সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেন, তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাকে আটকেও রাখেন, তার অর্থ ও পোষ্যদের নিয়ে নেন এবং ভিন্ন একটি এনডিএ সই করানোর চেষ্টা করেন।’
বিবরণে কীভাবে উডস তাকে বাড়ি থেকে বাইরে বের করে দেন তার বর্ণনাও দেওয়া হয়েছে হারম্যানের পক্ষ থেকে।
এই অভিযোগের পর অবশ্য বিশ্বখ্যাত গলফারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যমের তরফে অবশ্য দাবি করা হয়েছে, উডসের আইনজীবী জে বি মারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হয়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.