কেসিসির প্যানেল মেয়র হলেন কাউন্সিলর মুন্না, টিপু ও শুনু

 

খুলনা ব্যুরো: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র প্যানেল নির্বাচনে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না প্যানেল মেয়র-১ এবং ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন। তারা দু’জন যথাক্রমে ২২ ও ১৭ ভোট পেয়েছেন। এছাড়া নারীদের জন্য সংরক্ষিত প্যানেল মেয়র-৩ পদে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু।

আজ বুধবার বিকাল ৩টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির দ্বিতীয় সাধারণ সভার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নগরীর সাধারণ ওয়ার্ডের ৩১ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ১০ জনসহ মোট ৪১ জন কাউন্সিলর এতে ভোট দেন। দুটি ভোট বাতিল করা হয়। মোট ১৩ জন কাউন্সিলর এই ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা এবং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কেসিসি’র সচিব মোঃ আজমুল হক ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করেন।

প্রতিদ্বন্দ্বী অন্য কাউন্সিলরদের মধ্যে সদ্য বিদায়ী প্যানেল মেয়র আনিসুর রহমান বিশ্বাস ১৩ ভোট, হাফিজুর রহমান হাফিজ ৪ ভোট, খুরশিদ আহম্মেদ টোনা ৭ ভোট, জেড এ মাহমুদ ডন ৬ ভোট, শেখ মোঃ গাউসুল আজম ৫ ভোট ও শামসুজ্জামান মিয়া স্বপন ৪ ভোট পান।

সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৫ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ী সুফিয়া রহমান শুনু ১৪ ভোট, সাহিদা বেগম ৮ ভোট, আমেনা হালিম বেবী ৭ ভোট, মনিরা আকতার ৬ ভোট এবং কনিকা সাহা ৪ ভোট পেয়েছেন।
এর আগে কেসিসির দ্বিতীয় সাধারণ সভা বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে কেসিসি’র সাবেক কাউন্সিলর এস এম আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার মোঃ আফসার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী শাহনেওয়াজ, কেসিসি’র সাবেক উপ সহকারী প্রকৌশলী মোঃ সেলিম খান, সাবেক ওয়ার্ড সচিব ফকির নূর ইসলাম ও সাবেক কর্মচারী হাসিনা বানু কচির ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় বিএমডিএফ প্রকল্পের আওতায় ৩৬ কোটি ৭৬ লাখ টাকার উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লিখিত অর্থ ব্যয়ে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, কিচেন মার্কেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে বলে সভায় উল্লেখ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.