BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই

স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই

বিটিসি স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে একটি আকাশছোঁয়া ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মরুভূমির মাঝখানে ভাসমান এক বিশাল ফুটবল স্টেডিয়ামের ভিডিওটি কয়েক কোটি মানুষ দেখেছে। তবে পরে নিশ্চিত হয়েছে, এটি কোনো বাস্তব প্রকল্প নয়, বরং সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি একটি ভিডিও।

ভিডিওটিতে ফুটবল স্টেডিয়ামটি একটি সুউচ্চ ভবনের চূড়ায় আলোকোজ্জ্বল অবস্থায় দেখানো হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন এটি সৌদি আরবের ‘দ্য লাইন’ প্রকল্পের অংশ হতে পারে।

কিন্তু সৌদি কর্মকর্তারা স্পষ্টভাবে এই দাবিকে খণ্ডন করে বলেছেন, ভিডিওটির সঙ্গে সৌদি আরবের কোনো সরকারি পরিকল্পনার মিল নেই এবং এটি কোনো সরকারি নথিতে উপস্থিত নয়।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির ডিজিটাল যাচাই টিম ভিডিওটির উৎস অনুসন্ধান করে এবং এটি ইনস্টাগ্রামের ‘hyporaultraworks’ নামের একটি অ্যাকাউন্ট থেকে উঠে আসে।

এই নির্মাতা জানান, ভিডিওটি তার পরীক্ষামূলক এআই ভিত্তিক স্থাপত্য কনসেপ্ট আর্ট, যা অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে যায়।

নির্মাতার বক্তব্য অনুযায়ী, এটি ছিল শুধুমাত্র একটি কল্পনাপ্রসূত ধারণা, যা একটি স্কাইস্ক্র্যাপারের ওপর ফুটবল স্টেডিয়ামের সম্ভাব্য রূপ তুলে ধরার চেষ্টা মাত্র। এর কোনো বাস্তব বা সরকারি ভিত্তি নেই।

এই ঘটনার মাধ্যমে দেখা গেল, আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহার করে তৈরি কনটেন্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং ভুল তথ্যের জন্ম দিতে পারে। তাই যেকোনো ভাইরাল তথ্য যাচাই করা জরুরি। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?