কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, চেম্বারে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই গত মঙ্গলবার দিবাগত রাতে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাড. দুলাল-মেহেদী পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মেহেদী হাসান সিদ্দিকি ও তার বড় ভাই অ্যাড. আবু জাফর সিদ্দিকীর ‘ল’ চেম্বারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
অ্যাড. মেহেদী হাসান সিদ্দিকি ও তার বড় ভাই অ্যাড. আবু জাফর সিদ্দিকী দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপন ভাই। আগুন দিয়ে ‘ল’ চেম্বার পোড়ানোর ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবীরা।
আইনজীবী সমিতি চত্বরে বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও নির্বাচনে সভাপতি প্রার্থী অ্যাড. নুরুল  ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বর্তমান সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠু, নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মেহেদী হাসান সিদ্দিকি, সিনিয়র আইনজীবী আকরাম হোসেন দুলাল, অ্যাড. শেখ আজিজুর রহমান, অ্যাড. নিজামুল হক চুন্নু, অ্যাড. আব্দুল ওয়াদুদ অ্যাড. রাজিব আহসান রন্জু প্রমুখ।
আগুন লাগার ঘটনায় অ্যাড. আবু জাফর সিদ্দিকী বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.