BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন : শহীদুল হক সভাপতি, কামরুল সম্পাদক নির্বাচিত

নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন : শহীদুল হক সভাপতি, কামরুল সম্পাদক নির্বাচিত

নাটোর প্রতিনিধি: নাটোর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলাভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের নিরঙ্কুশ এই ফলাফলে সভাপতি মো. শহীদুল হক সরকারের প্রাপ্ত ৩৩ ভোটের বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী পেয়েছেন ১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের প্রাপ্ত ২৯ ভোটের বিপরীতে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট নাজমুল হাসান পেয়েছেন ১৭ ভোট।

শনিবার নির্বাচনের ভোট গ্রহন শেষে বেলা দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ।

নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম এ সেলিম এবং নাটোর প্রেসক্লাবের আহবায়ক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জাহীদুল হুদা ফরহাদসহ পরিষদের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু (খবরপত্র), জুনিয়র সহ সভাপতি মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন ও মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ আশরাফুল আলম (নিউ এজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল হক টুকু (ইনকিলাব), আব্দুস সালাম (আমার দেশ), আব্দুল মজিদ (এশিয়ান টিভি), সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি)। নির্বাচনে ক্লাবের ৪৬ জন সদস্যেও সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত পরিষদকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?