BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন 

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শক্তিকে এক কাতারে আনার লক্ষ্যে ও কর্মীর সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. শামসুজ্জামান মেহেদী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক একেেম আকরামুজ্জামান টুকন।

উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজিদ হাসান বাবু, যুবদলের কেন্দ্রীয় মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব সরকার, প্রমুখ বক্তব্য রাখেন।

সদস্য নবায়ন কর্মসূচিতে উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হবে এবং প্রবীণ সদস্যদের বিএনপির সদস্যপদ নবায়ন করা হবে।

প্রধান অতিথি ড. শামসুজ্জামান মেহেদী বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে দেয় নি। আমাদের নেতা কর্মীদের নামে লাখ লাখ মামলা দিয়ে দলীয় কর্মকাণ্ডকে বাঁধাগ্রস্থ করেছে। ৫ আগস্টের পর আমাদের সুযোগ তৈরি হয়েছে তাই ৩১ দফা বাস্তবায়ন নিয়ে কথা বলা ও সদস্য সংগ্রহ করার। ফলে আমাদের সাংগঠনিক কার্যক্রমে গতি আনা সহ দলের সদস্য সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির পতাকাতলে মানুষকে আনতে প্রতিটি ঘরে ঘরে আমাদের কর্মীদের যেতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি সনাক্ত সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মিলন ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টার সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল