জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল হবে, হুমকি ট্রাম্পের

 

বিটিসি নিউজ ডেস্কনাগরিক নন এবং অনথিভুক্ত মার্কিন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত আইন বাতিল করতে নির্বাহী আদেশে স্বাক্ষরের পরিকল্পনাও করছেন তিনি।

এক সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার তার এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ১৯৬৮ সাল থেকে চালু থাকা এই বিশেষ সুবিধা বাতিল করতে আইনি পরামর্শকদের সঙ্গে কাজ করছেন তিনি।

দেশটিতে কয়েক দশক ধরে চলে আসা এই আইনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী যে কেউ মার্কিন নাগরিকত্ব পাবেন।

ট্রাম্প বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে এমন সুযোগ-সুবিধা আছে যা হাস্যকর। তবে প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত তা আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।(সূত্র: বিবিসি) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.