বাগমারায় খড়ে আগুন; তিন লক্ষাধিক টাকার ক্ষতি

 

বাগমারা প্রতিনিধিরাজশাহীর বাগমারা উপজেলায় একটি  খড়ের পালাতে আগুন লেগে দুই ব্যবসায়ীর প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাগমারা উপজেলার একডালা গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, একডালা গ্রামে  বৈদ্যুতিক  তারে পাখি পড়লে দুই তার একসাথে লেগে আগুন ধরে যায়। ফলপ্রসূতে, পাশেই খড়ের পালাতে আগুন ধরে যায়। প্রায় আধাঘন্টা আগুন প্রজ্বলিত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক ছাড়িয়ে যায় বলে খড় ব্যবসায়ী আমজাদ আলী জানান। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরেক খড় ব্যবসায়ী মুকলেছ আলী বিটিসি নিউজকে জানান, পানের বরজের কাজে এই খড়গুলো নিয়ে আসা হয়েছিল। খড়ের ব্যবসায় সিজিনে মোটামুটি লাভবান যায়। কিন্তু, আগুনে যেন খড় না, সব ‘টাকা’ পুড়ে গেল! তবে এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মনে করছেন এলাকাবাসী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.