রাজশাহীতে বাল্য বিবাহর অপরাধে ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বসুয়ায় বাল্য বিবাহ দেয়ার অপরাধে ইমামসহ স্বামী, পিতা-মাতার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম বাদি হয়ে রাজপাড়া থানায় এ মামলা করেন।
মামলা থেকে জানা গেছে, গত ২০ এপ্রিল রাজপাড়া থানা এলাকায় বসুয়া গ্রামের এমাজ উদ্দিনের ১৪ বছর বয়সের মেয়ে সুমাইয়া খাতুনকে বিয়ে দেয়া হয়।

নিকাহ রেজিস্ট্রি ছাড়াই আমিরুল ইসলামের সাথে কালেমা পড়িয়ে সুমাইয়ার বিয়ে দেয়া হয়। যা বাল্য বিবাহ নিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। বাল্য বিবাহ প্রবণতাকে উস্কে দেয়া হয়েছে। পবা সমাজসেবা অফিসার বসুয়া গ্রামে সুমাইয়াকে রেজিস্ট্রি ছাড়া বাল্য বিবাহ দেয়ার সত্যতা পেয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। তিনি বাল্য বিবাহ দেয়ার অপরাধে ৪ জনকে আসামী করে এ মামলা করেন।
আসামীরা হলেন, বসুয়া মধ্যপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে মাওলানা রফিকুল ইসলাম (৫০), সুমাইয়ার স্বামী আমিরুল ইসলাম, সুমাইয়ার পিতা এমাজ উদ্দিন ও মাতা তানজিলা বেগম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.