BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা মেহজাবীনের

দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা মেহজাবীনের

বিটিসি বিনোদন ডেস্ক: বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত কাজ শুরু করেন। এরপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।

এ অভিনেত্রী এবার পুরোপুরি সিনেমায় মনোনিবেশ করছেন।

তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচক মহল থেকে প্রশংসা কুড়িয়েছে।

তার প্রথম সিনেমা ‘সাবা’ হলেও মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’-ই দর্শকদের সামনে আসে আগে, গত বছরের শেষ দিকে। সেই সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু হয় মেহজাবীন চৌধুরীর।

এদিকে ‘চোরাবালি’খ্যাত ঢালিউড পরিচালক রেদওয়ান রনি দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমায় হাত দেওয়ায় ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী। ‘দম’ সিনেমা নিয়ে আসছেন জেনে পরিচালককে শুভকামনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী।

পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ সিনেমা নির্মাণ করে বেশ প্রশংসিত হন। এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’ সিনেমা। তারপর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি।

যদিও এর আগে জানা যায়, ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। তবে এখনো এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি মহরতের দিনই সিনেমাটির টিমকে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী লিখেছেন—’দম’ সিনেমার টিমের সবার জন্য শুভকামনা। দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা রইল।

মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসের মন্তব্যের ঘরে পরিচালক রেদওয়ান রনি লিখেছেন— অনেক অনেক ধন্যবাদ মেহজাবীন। এই শুভকামনা টিমের জন্য অনেক কিছু।

এদিকে পরিচালক রেদওয়ান রনি ‘দম’ সিনেমা নিয়ে আসায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনেত্রী সাফা কবির, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেত্রী সাদিয়া আয়মানসহ অনেক অভিনেতা-অভিনেত্রী শুভকামনা জানিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?