BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের খোঁজ নিতে গিয়েছিলেন বোন, পাওয়া গেল অর্ধগলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের খোঁজ নিতে গিয়েছিলেন বোন, পাওয়া গেল অর্ধগলিত মরদেহ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাড়িতে একা থাকতেন।

মাহবুবুর রহমান ওই এলাকার মো. মহিউদ্দিন খাঁনের ছেলে।

পুলিশ জানায়, মাহবুবুর রহমান পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সর্বশেষ তিনি বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। বৃহস্পতিবার তার বোন খবর নিতে ওই বাড়িতে আসেন। তখন প্রতিবেশিরা জানান ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ অবস্থায় পুলিশকে খবর দিলে ওই ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো: ওয়াসিম জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অধ্যাদেশ চূড়ান্ত: আলাদা গুম কমিশন হচ্ছে না, এখতিয়ার বাড়ল মানবাধিকার কমিশনের আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না : আইন উপদেষ্টা ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা জামালপুরে অপহৃত এক নারীকে ৮ ঘন্টায় উদ্ধার করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের খোঁজ নিতে গিয়েছিলেন বোন, পাওয়া গেল অর্ধগলিত মরদেহ মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় শিশু আদিবার মরদেহ উদ্ধার ভারতে প্রশিক্ষণ নিয়ে: স্বর্ণের দোকানে চুরি করতেন মিলন, আছে ‘এলএলবি’ ডিগ্রিও গুম কমিশন হচ্ছে না, দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন