BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায় : মিলন

বিএনপি শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায় : মিলন

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় বিশ্বের বিশ্বায়নের যুগের উন্নয়নশীল দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের আগামীর কর্ণধার হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হচ্ছে দক্ষ সংগঠক। এই দক্ষ সংগঠকরাই আন্দোলন শুরু করে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। তাদের এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে অভিভাবক ও সাধারণ জনগণ মাঠে নেমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছিলো।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওহাটা পৌরসভার নওহাটা মহিলা কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ এর আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, আজ যারা তোমরা শিক্ষার্থী আগামীতে তোমরা দেশের হাল ধরবে। কেউ রাজনীতি করবে। তিনি বলেন, মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন যদি পরিবারে একটি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে বাড়ি আঙ্গিনায় কিংবা পতিত স্থানে একটি সেগুন গাছ রোপন করতে। সেই পরামর্শ এখনো তিনি দিয়ে যান বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের হাতে বেহেস্তের টিকিট তুলে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছে। শুধু তাইনয় তারা নানা ধরনের অফার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ঐ সকল ভন্ড ও প্রতারক দলের কোন কথায় কান না দিয়ে ধানের শীষে ভোট প্রদানের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। কারণ বিএনপি শাসক নয় সেবক হিসেবে দেশের সেবা করতে চান।

তিনি আরো বলেন বিএনপি যুবদলের মাধ্যমে দেশে এবার এক কোটি বৃক্ষরোপন কর্মসূচীর পরিকল্পনা নিয়ে কাজ করছে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে একটি গাছের চারা তুলেদেন। শেষে অত্র কলেজের শিক্ষার্থীদের সঙ্গে করে কলেজ মাঠে দুইটি গাছের চারা রোপন করেন।

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপি’র অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহীদ হাজী, নওহাটা পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফ্ফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুবদল নেতা আবজাল পাটোয়ারী ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম। এছাড়াও অত্র কলেজেল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি, অঙ্গ ও সহযোাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অধ্যাদেশ চূড়ান্ত: আলাদা গুম কমিশন হচ্ছে না, এখতিয়ার বাড়ল মানবাধিকার কমিশনের আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না : আইন উপদেষ্টা ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা জামালপুরে অপহৃত এক নারীকে ৮ ঘন্টায় উদ্ধার করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের খোঁজ নিতে গিয়েছিলেন বোন, পাওয়া গেল অর্ধগলিত মরদেহ মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় শিশু আদিবার মরদেহ উদ্ধার ভারতে প্রশিক্ষণ নিয়ে: স্বর্ণের দোকানে চুরি করতেন মিলন, আছে ‘এলএলবি’ ডিগ্রিও গুম কমিশন হচ্ছে না, দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন