নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব-২০২৫” কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্প্রতিবার (৩০ অক্টোবর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গ্রেটাররোড কাজীহাটা শাখায় ব্যাংকিং সেবা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহব্বত আলী বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।
এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মানিলন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং প্রিভেনসন এন্ড ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যবস্থাপক শিশির কুমার রায়; বিভিন্ন তরুণ উদ্যোক্তা ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন শাখার ব্যবস্থাপক মাইফুল রাণী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















