BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত, দাবি পাক সেনাবাহিনীর

বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত, দাবি পাক সেনাবাহিনীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর পৃথক দুই অভিযানে অন্তত ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এমনটাই দাবি করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, নিহত সন্ত্রাসীরা ভারতীয় প্রক্সি ‘ফিতনা আল হিন্দুস্তানে’র সদস্য। পাকিস্তানজুড়ে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতায় ভারতের কথিত ভূমিকা তুলে ধরার জন্য পাকিস্তান বেলুচিস্তান-ভিত্তিক গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে অভিহিত করে।

আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে কোয়েটা জেলার চিলতান পর্বতমালায় একটি গোয়েন্দা অভিযান (আইবিও) চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অভিযানের সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানের ওপর কার্যকরভাবে আক্রমণ করে এবং তীব্র গুলি বিনিময়ের মাধ্যমে ১৪ জন ভারতীয় সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়।’

আইএসপিআর আরও জানিয়েছে, কেচ জেলার বুলেদায় আরেকটি অভিযান (আইবিও) চালানো হয়। অভিযানে একটি গোপন আস্তানা ধ্বংস করা হয় এবং চার জঙ্গিকে ‘সফলভাবে নিষ্ক্রিয়’ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, যারা অসংখ্য সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল।’

এর আগে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ ছয় সেনা এবং ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায় সংবাদমাধ্যমটি। আইএসপিআর জানায়, কুররাম জেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রক্সি গ্রুপ ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী কুররাম জেলার ডোগার এলাকায় এই অভিযান পরিচালনা করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান আজ ৫২-তে পা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ মৎস্যজীবীদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : ধর্ম উপদেষ্টা মোরেলগঞ্জে ঘষিয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত