BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থী ধর্ষণ, বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ইসলামপুরে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থী ধর্ষণ, বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষক কর্তৃক স্কুল শিক্ষার্থী (১০) ধর্ষণের অভিযোগ থানায় মামলা ও বিক্ষুব্দ এলাকাবাসী বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানাগেছে,মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকায় বাবুর বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে শিক্ষকের নাম মো.শামীম উল বাশার (৪০)। ওই শিক্ষক উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এ ঘটনায় (২৯ অক্টোবর) ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষককে আসামি করে একটি মামলা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান ওই শিক্ষক। পরে শিক্ষকের বাড়ির কাছেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে অন্যান্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওইদিন রাতেই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ওই স্কুলছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ইতোমধ্যে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হবে। আর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও এক শিশুর সাথে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ভোটের দিন যত এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে : সিইসি বার্সেলোনাকে ‘বাঁচানো’ গার্সিয়াকে নিয়ে উচ্ছ্বসিত ফ্লিক ইউনাইটেডকে হারিয়ে ৩৫ বছর পর ভিলার টানা ৭ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার-১৭, ফুটেজে শনাক্ত ৩১ সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল তারেক রহমানকে অভ্যর্থনায় ৩০০ ফিটে তৈরি হচ্ছে মঞ্চ খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি, অবস্থা ‘আশঙ্কাজনক’ যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে : প্রধান উপদেষ্টা রাজশাহী সীমান্তে ফেন্সিডিল আটক রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় – মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা