BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ-সন্ত্রাসী ও দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

চাঁদাবাজ-সন্ত্রাসী ও দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

নরসিংদী প্রতিনিধি: যারা চাঁদাবাজি করে, নদী থেকে বালু ও অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো চাঁদাবাজ বা দখলদারের জন্য বিএনপির দরজা বন্ধ।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে হ্যারিটেজ রিসোর্টে নরসিংদী জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যের সময় রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা চাঁদাবাজি করে, নদী থেকে বালু ও অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক—যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে তারা বিএনপির সদস্য হতে পারবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ অন্যান্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের সবুজ সংকেত, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-এ ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য – বিভাগীয় কমিশনার বইমেলার উদ্বোধন: ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি – বিভাগীয় কমিশনার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৯ রাজশাহী’র কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ আটক  বেগম জিয়া শত নির্যাতন ও জীবনের তোয়াক্কা না করে দেশেই আছেন : মিলন রাজশাহী মহানগর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন জুমার দিনের যেসব আমলে গুনাহ মাফ হয় উচ্চ কোলেস্টেরলের রোগীদের জন্য ঘি খাওয়া নিরাপদ কি না