BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে মদ্যপান করে মাতলামীর অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুরে মদ্যপান করে মাতলামীর অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে মধ্যরাতে প্রকাশ্যে মদ্যপান করে মাতলামীর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নুর হোসেন আবহনীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার সার্কিট হাউজের সামনে প্রকাশ্যে মদ্যপান করে অস্বাভাবিক আচরণ করে নুর হোসেন আবাহনী।

এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত নূর হোসেন আবাহনী জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নুর হোসেন আবাহনীকে গতকাল রাতে গ্রেফতার করা হয়। আজ দুপুর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নুর হোসেন আবাহনী জামালপুর পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি। ২০১৮ সালে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্ট করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি কোন দলীয় পদে ছিলেন না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিক সোহেলকে তুলে নেয়ার ঘটনা খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুন রাজশাহীতে চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীর পুলিশ কমিশনারকে লাল কার্ড বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়ে মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে : প্রধান উপদেষ্টা রাকাব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক বেগম খালেদা জিয়া বাংলাদেশের উজ্জল নক্ষত্র : মিলন তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপি’র বিশেষ নির্দেশনা