রাজধানীতে ইয়াবা উদ্ধার সহ ০২ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৭৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- এরশাদ উল্লাহ ওরফে বাবুল ও লিটন কুমার দাস। আজ শনিবার (১৪ মে ২০২২ ইং) ভোর ০৪-টা ০৫ ঘটিকার দিকে মোহম্মদপুরের বাবর রোডের কসমোপলিটন সেন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা কালীন নির্ভর যোগ্য সুত্রে সংবাদ পাই যে মোহাম্মদপুরের বাবর রোডের কসমোপলিটন সেন্টারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা হস্তান্তরের জন্য অবস্থান করছে।
এমন সঠিক একটি তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এরশাদ উল্লাহ ও লিটনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় একজনের নিকট দেওয়ার জন্য এসেছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উল্লেখ, আজ শনিবার (১৪ মে) ২০২২ ইং তারিখ রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার তথা ০২ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.