BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে শাটডাউন: ফুটপাতে খাবার বিক্রি করছেন সরকারি আইনজীবী!

যুক্তরাষ্ট্রে শাটডাউন: ফুটপাতে খাবার বিক্রি করছেন সরকারি আইনজীবী!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের জেরে থমকে গেছে হাজারো সরকারি কর্মকর্তার জীবন। প্রায় ৭০ হাজার কর্মকর্তাকে বেতন ছাড়াই পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে। এতে, জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন তারা।

গায়ে থ্রি পিস স্যুট ও গলায় টাই। পেশায় একজন সরকারি আইনজীবী। কিন্তু গত প্রায় এক মাস ধরে তাকে ফুটপাতে খাবার বিক্রি করতে দেখা যায়। মার্কিন ফেডারেল শাটডাউনের কারণে বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার পর এটিই আইজ্যাক স্টেইনের জীবিকা নির্বাহের মাধ্যম।

যদিও, শাটডাউনের আগে শুধুমাত্র ছুটির দিন উপভোগ করার একটি মাধ্যম হিসেবে এ কাজ শুরু করেছিলেন তিনি। একই দশা যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ হাজার ফেডারেল কর্মকর্তার।
 
শাটডাউনের মুখে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। এককালে যারা স্বচ্ছল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, তাদের দাঁড়াতে দেখা যাচ্ছে বিনামূল্যে খাদ্য সহায়তা গ্রহণের লাইনে। 
সাবেক ইউএসএআইডি কর্মকর্তা ও ১৩ মাস বয়সি এক শিশুর মা এমি উকলো জানান, কোনোমতে প্রতিদিনের খরচ জোগাচ্ছেন তারা।
 
তিনি বলেন, ‘আমাদের সব সঞ্চয় ফুরিয়ে গেছে। কোনোমতে দিন পার করছি। আমি প্রতিনিয়ত চাকরির চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমার মেয়েটার বয়স মাত্র ১৩ মাস। ওর খাবার, ফর্মুলার জন্যও আমার ত্রাণ সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।’
 
এ অবস্থায়, অসহায় কর্মীরা চাইছেন দ্রুত কাজে ফিরে যেতে। রাজনৈতিক কোন্দলের মুখে নিজেদের স্বাভাবিক জীবন হারাতে চান না, আলোচনার মাধ্যমে তাই সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডিমের শাকশুকার বিটিসি রেসিপি শীতকালে আইসক্রিম খাওয়া কি বিপজ্জনক? কী বলছেন বিশেষজ্ঞরা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে শাটডাউন: ফুটপাতে খাবার বিক্রি করছেন সরকারি আইনজীবী! নিউইয়র্কে মেয়র নির্বাচন: একমাত্র মুসলিম প্রার্থী মামদানির বিশাল শোডাউন লুলা দা সিলভার দাবি: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ব্রাজিল বাণিজ্য চুক্তির ‘নিশ্চয়তা’ দিয়েছেন ভেনেজুয়েলার আরও কাছে মার্কিন যুদ্ধজাহাজ, উদ্দেশ্য কী? জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে : রাষ্ট্রপতি রাজশাহীতে চিকিৎসার নামে ‘প্রতারণা’ ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি দলীয় বিবেচনা নয়, যোগ্য-জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ