BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে পাচারকারীর কবল থেকে ১৪ জিম্মি উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক-৩

টেকনাফে পাচারকারীর কবল থেকে ১৪ জিম্মি উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক-৩

কক্সবাজার প্রতিনিধি: মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে টেকনাফের দক্ষিণ লম্বরী ও নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে জিম্মি থাকা ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে দুই দফা অভিযানে তাদের জিম্মিদের উদ্ধার ও পাচারচক্রে জড়িত তিন সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ ৯ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহের (৬৯), তার স্ত্রী দিলদার বেগম (৩৮) এবং উত্তর জালিয়া পাড়ার মোহাম্মদ শফি (৩২)। তারা মানব পাচারচক্রের সক্রিয় সদস্য বলে ভাষ্য বিজিবির।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফের নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়িতে ও দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় সেখানে জিম্মি থাকা অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। বাড়িটি ঘেরাও করে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আবু তাহেরসহ ২ জন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

একই রাতে দক্ষিণ লম্বরী এলাকার আরেকটি বাড়িতে অভিযানে নামে বিজিবি। সেখান থেকে ৬ জনকে উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচার চক্রের সদস্যরা। তবে ওই বাড়ির মালিক অভিযুক্ত মোহাম্মদ শফিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মানব পাচার বিরোধী অভিযানগুলোই বিজিবির দৃঢ় অবস্থানের স্পষ্ট বার্তা, যে কোনো অপরাধীর জন্যই টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্রের জলসীমা পর্যন্ত এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়। আমাদের এই ধারাবাহিক ও কঠোর নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া ১৪ ভুক্তভোগীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। প্রচলিত আইন অনুযায়ী আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দলীয় বিবেচনা নয়, যোগ্য-জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি কুমিল্লায় মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১ দালাল সদস্য আটক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক রাজশাহীর বাঘায় চরের জমি দখল নিয়ে গোলাগুলি: নিহত ২, আহত ২; ‘কাকন বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান