BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না… সারজিস আলম

জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না… সারজিস আলম

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পুরন করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে।

সোমবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির সমন্নয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৩ টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই। যে জুলাই সনদে অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই।

তিনি বলেন, কোন প্রতিষ্ঠানে সেচ্ছাচারি এনসিপি মেনে নিবে না। কোন আইনগত বাঁধা না থাকার সর্তেও যখন এনসিপিকে তাদের প্রতিক শাপলা চেয়েছিলাম সেটি দিতে নানা টালবাহানা শুরু করেছে। বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছে, এখন আমরা মনে করি এনসিপি কোন প্রতিষ্ঠানের সেচ্ছাচারিতা মেনে নিতে পারে না। আমরা স্পষ্ট করে বলেছি শাপলা মার্কা চাই আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করবো। যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমরা আদায় করে নিবো।

এসময় সারজিস আলম আরও বলেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোন প্রশ্নই নাই,শাপলা আমাদের প্রাপ্ত, এনসিপির যদি প্রয়োজন হয় তাহলে রাজপথে নামবে। জুলাই সনদ সংশোধন না করে অন্তবর্তিকালীন সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না।

সমন্নয় সভায় জেলা এনসিপির সমন্নয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আ. লীগ নাটোরকে সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল – নয়ন দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে : পরিবেশ উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে : আলী রীয়াজ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কারে গণভোট আয়োজনের পরামর্শ ঐকমত্য কমিশনের ঐকমত্য কমিশন: জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা যা রয়েছে, পড়ুন বিস্তারিত মোরেলগঞ্জ শ্রমিকদলের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল আদমদীঘিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ও পোনা মাছ অবমুক্ত