প্রেস বিজ্ঞপ্তি: গতকাল রবিবার (২৬ অক্টোবর) আনুমানিক ২১৩০ ঘটিকা হতে ২৩৩০ ঘটিকা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া এবং সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬১/x-১-এস এবং ৪৫/২-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি প্লাষ্টিক বস্তায় ২২ বোতল ভারতীয় মদ এবং ০১টি প্লাষ্টিক ব্যাগে ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় মাদকদ্রব্য দামকুড়া থানায় এবং পাতার বিড়ি রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। #

















