BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর – দুলু

আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর। বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি সবসময় আলেমদের সঙ্গে ছিল এবং আগামীতেও থাকবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আলেমদের ভূমিকা জাতিকে নতুন দিকনির্দেশনা দেবে। কারন আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর।

আগামীর বাংলাদেশ বিনির্মানে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুলু বলেন, দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে আলেম সমাজকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।

তিনি বলেন, ইসলামী আদর্শই পারে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে।

রোববার সকাল ১১টার দিকে নাটোর উপ শহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মসজিদ সমূহের ইমাম, মুয়াজ্জিন ও ওলামা মাশায়েখদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মুফতি কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে এবং হাফেজ শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সংগঠনের রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাওলামা ইনামুল হক জিহাদী, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক বেনাপোলে গোলাঘর থেকে পিস্তল সহ আটক-১ মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আ. লীগ নাটোরকে সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল – নয়ন দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে : পরিবেশ উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে : আলী রীয়াজ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কারে গণভোট আয়োজনের পরামর্শ ঐকমত্য কমিশনের ঐকমত্য কমিশন: জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা যা রয়েছে, পড়ুন বিস্তারিত