BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতিসংঘ কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে : ব্রাজিলের প্রেসিডেন্ট

জাতিসংঘ কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে : ব্রাজিলের প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-গণহত্যা বন্ধে জাতিসংঘের ব্যর্থতার কথা তুলে ধরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, সংস্থাটি আর কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে। তিনি জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানেরও সমালোচনা করেন।

শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ তারা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

তিনি প্রশ্ন করেন, গাজা উপত্যকায় এত দিন ধরে গণহত্যা চলছে, তা কেউ কি মেনে নিতে পারে?

লুলা বলেন, এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য তৈরি করা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ আর কাজে আসছে না।

এ সময় তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, একজন নেতার জন্য মাথা উঁচু করে হাঁটা নোবেল পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।

ট্রাম্পও ওয়াশিংটন থেকে এশিয়া সফর এবং চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ইতোমধ্যে মালয়েশিয়া পৌঁছেছেন। এখানে লুলার সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প ব্রাজিলিয়ান অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। দেশটির সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারকসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ৭৯ বছর বয়সী দুই নেতার একটি সংক্ষিপ্ত বৈঠকের পর ট্রাম্প এবং লুলার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হতে শুরু করে। এরপর তারা ৬ অক্টোবর ফোনে কথা বলেন এবং আসিয়ান শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনার কথা জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস : তারেক রহমান সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা : পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত