নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে সার পাচারের সময় স্থানীয় জনতা ৪০ বস্তা সারসহ দুটি অটোরিকশা আটক করেছে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধভাবে সার পাচারের দায়ে ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভ‚মি) রাহাতুল করিম মিজান।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরা এলাকায় পাচারকালে সার আটক করে জনতা।
স্থানীয় সূত্র জানা যায়, ভায়ালক্ষীপুর ইউনিয়নের সার ডিলার ও আকাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে সার বিক্রি না করার অভিযোগ ছিল।
এলাকাবাসীর অভিযোগ, তিনি অধিক মুনাফার লোভে রাতের আঁধারে অন্য উপজেলায় সার পাচার করে আসছিলেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে সার পাচার করার সময় এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে যানবাহন দুটি আটক করে। তবে এ ঘটনার সময় ডিলার জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়।
খবর পেয়ে চারঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সহকারী কমিশনার (ভ‚মি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা রাহাতুল করিম মিজান এবং উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান সারগুলো জব্দ করেন। এসময় উপস্থিত জনতা অভিযুক্ত ডিলারের কঠোর শাস্তির দাবি জানায়।
শুক্রবার দুপুরে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের দায়ে ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানিয়েছেন, জব্দকৃত সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















