জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা থেকে ২২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে; যারা মাদকের কারবার করতেন বলে ভাষ্য পুলিশের। এ ঘটনায় জব্দ করা হয়েছে একটি বাস।
শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ডিগ্রিরচর পশ্চিমপাড়ার প্রয়াত হাসমত আলীর ছেলে আব্দুল মতিন (৪৭) ও তার স্ত্রী শাহিদা বেগম (৩৫)।
বিকালে সদর থানার সামনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, কক্সবাজার থেকে জামালপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ২২ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
এ দম্পতির বিরুদ্ধে থানায় আগের দুটি মাদকের মামলা রয়েছে; তবে তাদের পেছনে আরও কেউ আছে কি-না তা খতিয়ে দেখার কথা বলেছেন সোহেল মাহমুদ।
তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও সদর থানার ওসি নাজমুস সাকিবসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। #

















