ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৪ দফা বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে এ প্রতিবাদ সভা হয়।সংগ্রাম পরিষদের জেলা আহবায়ক প্রকৌশলী মেহদী খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আইডিইবি, রাজশাহীর সহ-সভাপতি মোঃ কবির উদ্দীন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক সৈয়দ মুন্তাসির হাফিজ, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, প্রণব কুমার দেব, রাজশাহী জেলার সদস্য সচিব আয়াত উল্ল্যাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ফিরোজ হোসেন, আইডিইবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, সংগ্রাম পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, আবুল খায়ের, আহসানুল হক, ভবতোষ রায়, রাকিবুল ইসলামসহ অন্যরা।
বক্তারা ৪ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের কুচক্রে নানান জটিলতার সৃষ্টি হয়েছে। তাই দাবি বাস্তবায়নে আজ ডিপ্লোমা প্রকৌশলীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তাদের যৌক্তিক দাবি পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.