ভারতের সেনাবাহিনীর হাতে অগ্নি-৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনার তিন বাহিনী নিয়ে তৈরি স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ডের হাতে এবার আসছে ইন্টাকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৫। যা কিনা শত্রু ঘাঁটিতে আঘাত হেনে ফিরে আসবে লঞ্চ প্যাডে।
অগ্নি-৫ হাতে এলে ভারতীয় সেনার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন।অগ্নি-৫ আঘাত হানতে পারবে ৫,০০০ কিলোমিটার পর্যন্ত।
পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হচ্ছে সেনার অভিজাত স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ড বা এসএফসি-র হাতে।
আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স, ইজরায়েল, উত্তর কোরিয়ার পর এবার ভারতের হাতেও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। অগ্নি-৫ হল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরডি)।
একবার উৎক্ষেপণে যা কিনা একাধিক শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। অগ্নি-৫-এ রয়েছে নেভিগেশন সিস্টেম ও ইঞ্জিন। তবে এর বিশেষত্ব হল ওয়্যার হেড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.