BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, যদি এমনটা ঘটে, তবে ইসরায়েল সমস্ত সমর্থন হারাবে।

আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন লঙ্ঘন করে ইসরায়েলের পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে খসড়া আইন অনুমোদন দিয়েছে। আরব-উপসাগরীয় দেশগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।

এমন প্রেক্ষাপটে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা ঘটবে না। এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোকে আমার কথা দিয়েছি। এখন তোমরা (ইসরায়েলিরা) তা করতে পারো না।’

পশ্চিম তীরের ইসরায়েলি দখলের পরিণতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘যদি তা ঘটে, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার সমস্ত সমর্থন হারাবে।’

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পশ্চিম তীর দখলের ইসরায়েলের প্রচেষ্টাকে ‘অত্যন্ত বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল’ বলে বর্ণনা করেছেন।

প্রসঙ্গত, ইসরায়েলি পার্লামেন্ট জানিয়েছে, তারা পশ্চিম তীরের দুটি বসতিতে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়ে দুটি বিলের খসড়া পাস করেছে। ২৩ জুলাই পার্লামেন্ট একটি ঘোষণাপত্র গ্রহণ করে, যেখানে দেশটির সরকারকে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। ১২০ জন আইনপ্রণেতার মধ্যে ৭১ জন ঘোষণার পক্ষে ভোট দেন এবং ১৩ জন ভোটদানে বিরত থাকেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সকালে খালি পেটে কলা খেলে কী হয়? ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ ২৮ বছর বয়সে এ প্রজন্মের আইকন বকশীগঞ্জে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী টেবিল টেনিস অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্ট শুরু ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট – সচিব ও সংসদ সদস্য মুশফিকুর রহমান গাইবান্ধায় বিদ‍্যুৎম্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু উজিরপুর আন নূর নূরানী ও হাফেজী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত