রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল বৃহস্পতিবার রাতে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন শীল (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
হারাধন উপজেলার বাচোর ইউনিয়নের গন্ডাবাড়ি গ্রামের মৃত শীতিল চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হারাধন শীল বেশ কিছুদিন ধরে পেটের ও বুকের ব্যাথায ভুগছিল।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হারাধন তার বিছানায় শুয়ে ছটফট করতে থাকে এবং ঘামতে থাকে। এ সময় তার পরিবারের লোকজন তার সমস্যার কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমি গ্যাস ট্যাবলেট মনে করে ইদুর মারা ট্যাবলেট খেয়ে ফেলেছি। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে অটোরিক্সা যোগে ডাক্তারের কাছে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
আজ শুক্রবার (০২ এপ্রিল) এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি এস, এম, জাহিদ ইকবাল জানান , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুল ট্যাবলেট খেয়ে হারাধনের মৃত্যুর কথা আমরা জেনেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের শেষকৃত্যের জন্য এডিএম বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছ। অনুমতি পেলে শেষকৃত্য সম্পন্ন হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.