BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী কালী পূজার অনুষ্ঠান

বাগেরহাটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী কালী পূজার অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চিতলমারি উপজেলা বাজারে ব্যক্তিগত ও সার্বজনীনভাবে সম্মিলিত উদ্যোগে পাচ থেকে ছয়টি পূজা মন্ডপে মহা সমরহে পাঁচ দিনব্যাপী কালীপূজা, মেলা ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এই অনুষ্ঠানে শ্যামা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষাধিক মানুষের সমগম ঘটবে।

৫০ বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাটের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ, পিরোজপুর, খুলনাসহ নানা স্থান থেকে শত শত ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

ইতিমধ্যে বাগেরহাটের প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এই অনুষ্ঠান পরিদর্শন করেছেন।

সনাতন ধর্মীয় অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে হিন্দু মুসলমান ও স্থানীয় রাজনৈতিক নেতারা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে থাকেন।

আয়োজকরা জানিয়েছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই পূজা উদযাপিত হচ্ছে, কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটেনি।

পূজা অর্চনা, ধর্মী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানারকম বিনোদনে সাজানো হয়েছে পাঁচ দিনের অনুষ্ঠানকে।

বুধবার (২২ অক্টোবর) বিকালে বলেন শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কৃষ্ণ সাহা বাদল বললেন ‘আমরা নিজস্ব অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, বেশ কিছুদিন হলো আমরা পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছি, এখানে বাগেরহাট সহ পার্শ্ববর্তী জেলা গুলি থেকে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চিতলমারী উপজেলা সদস্য সচিব অনুপম সাহা বলেন, হিন্দু মুসলমান সবাই মিলে এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে আমরা কাজ করে থাকি, এবং বাগেরহাট ও  চিতলমারী উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী আমাদের  সার্বিক সহযোগিতা করছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস : তারেক রহমান সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা : পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত