BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার-১

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার-১

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি রানীনগর এলাকা হতে একটি দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলো মো: লিখন ইসলাম (৩৪), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ৩০ রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোসা: বিলকিস খাতুন ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকায়  লিখন নামে এক ব্যক্তি তার দোকানের সামনে অবৈধ অস্ত্র দিয়ে স্থানীয় লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা সাড়ে ৬টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: লিখন ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে হতে ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ