বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিষ্ট (এটিইটি) এর দ্বি বার্ষিক নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জামালপুরের বকশীগঞ্জের বস্ত্র প্রকৌশলী আল ইমরান।
গত শুক্রবার (০৬ নভেম্বর) ঢাকাস্থ রেজেন্সি হোটেলে এটিইটির দ্বি বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে আমিনুল-সোহেল-শিশির প্যানেলের ৩১ জনের মধ্যে সর্বোচ্চ ৪৪৫ টি ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন বকশীগঞ্জের তরুন সমাজসেবক ও বস্ত্র প্রকৌশলী আল ইমরান।
এটিইটি নির্বাচনে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর , উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ , সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রকৌশলী আল ইমরানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.