নাটোরে দুবাই প্রিমিয়াম ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্টিত


নাটোর প্রতিনিধি: দুবাই প্রিমিয়াম ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাই ব্রাদার একাদশ নাটোর শহরের চৌধুরী বড়গাছা মাঠে দুবাই কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভাই ব্রাদার একাদশ।

আজ শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে শহরের বউ বাজার দুবাই মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জালাল আহম্মেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্টিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মীর নাফিউ ইসলাম অন্তর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিসি নিউজ এর বিশেষ (নাটোর) প্রতিনিধি এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মীর আতিকুল ইসলাম ইয়ামিন ,গণমাধ্যমকর্মী মামুন খান, পার্থ শেখ, বকুল মিয়া ,সোহেল রানা,পলাশ সরকার।

অনুষ্টান শেষে চ্যাম্পিয়ান দল ভাই ব্রাদার একাদশ এবং রার্নাস আপ রেড ষ্টার একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.