কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ প্রতিবন্ধীসহ নিহত-৫

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার লক্ষীপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন প্রতিবন্ধীসহ ৫ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষীপুরের ১১ মাইল জোরা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিবন্ধীদের ৩জন নারী এবং ১জন পুরুষ। এছাড়াও ১জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা যশোরের লোহাগাড়া উপজেলায় প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় নিয়ে কাজে নেতৃত্ব দেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে অপরজন অ্যাম্বুলেন্সটির চালক, তার নাম টিপু (৪৫)। তিনি যশোরের লোহাগাড়া উপজেলার মৃত ফকির উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, প্রতিবন্ধীদের এই দলটি যশোরের লোহাগাড়া থেকে পাবনায় একটি সেমিনারে অংশ নিতে এসেছিল। সেমিনার শেষে ফেরার পথে লক্ষীপুরের আবদালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.