BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার ১৯ বছর পর রায় ঘোষণা

জামালপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার ১৯ বছর পর রায় ঘোষণা

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আতিকুর রহমান আতিক (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে হত্যার ঘটনায় একই মাদ্রাসার দুই শিক্ষার্থীকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে শিশু আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ঘটনার ১৯ বছর পর জামালপুর শিশু আদালত- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

শিশু আদালত- ১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানীরচর পশ্চিমপাড়া এলাকার স্থানীয় আফতাবীয়া হাফেজিয়া মাদ্রাসার শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলো উপজেলার চিকাজানী এলাকার আহম্মদ আলীর ছেলে আতিকুর রহমান আতিক।

পুর্বের কথা কাটাকাটির জেরে গত ২০০৬ সালের ২৬ আগষ্ট সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ সর্দারপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে মাদ্রাসা শিক্ষার্থী সাদ্দাম মিয়া (১৬) অপর মাদ্রাসা শিক্ষার্থী ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামের নাছির আলীর ছেলে রিপনের (১৬) সহায়তায় একই মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় আতিকুর রহমান আতিকের পেটে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে গুরুত্বর আহত অবস্থায় আতিকুর রহমান আতিককে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

পরে ওই দিনই নিহতের বড় ভাই বাবু মিয়া (২২) ঘটনার সাথে জড়িত সাদ্দাম মিয়া ও রিপনকে আসামী করে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ২০০৬ সালের ১৪ অক্টোবর আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতেই বুধবার রায় ঘোষণা করে আদালত।

ঘটনার সময় আসামীরা শিশু থাকায় শিশু আদালতে তাদের বিচার হয়েছে, তবে বর্তমানে তাদের বয়স ৩৫। রায়ে উভয় আসামীকে ১০ বছর করে আটকাদেশ দেয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা