শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরী পরিচালনার ব্যবস্থাপনা রাসিকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরী পরিচালনার ব্যবস্থাপনার দায়িত্ব রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নিকট হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার নগর ভবনে রাসিকের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের কাছে ব্যবস্থাপনা হস্তান্তর করেন শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এ.এইচ.এম মাকসুদুল করিম সম্রাট ও অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরীর কোষাধ্যক্ষ এনায়েত হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ খান স্বপন, কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন রাজু, হিসাব রক্ষক আব্দুর রশিদ ও আজীবন সদস্য সাইফুল শান্ত। শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরী ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এই লাইব্রেরীতে বর্তমানে প্রায় ১৪ হাজার বই রয়েছে বলে তারা জানাই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.