র‌্যাব-৫ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ নবাব বিস্কুট ফ্যাক্টারী ও এফএনএফ বেকারীকে ৬৫,০০০/- টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ রাজশাহী নিজস্ব গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুহুল ইসলাম জেলার সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭/৪৩/৫৫ ধারায় ০২ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে।

স্বরুপনগর গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে নবাব বিস্কুট ফ্যাক্টরীর মোঃ জামসেদ আলী শান্ত (৪০) কে ৩৫ হাজার টাকা ও শেয়ালী কলোনীর মোঃ এসলাম আলীর ছেলে এফ এন এফ বিকারীর মোঃ আবু সাঈদ (২৭) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

এ সময় ঘটনাস্থল থেকে বিস্কুট-৭,০০০ (সাত হাজার প্যাকেট), ব্রেড-৪,০০০ (চার হাজার পিচ), পঁচা ডিম-১,০০০ (এক হাজার পিচ), মিষ্টি- ৪,০০০ (চার হাজার প্যাকেট), কেক-৩,০০০ (তিন হাজার প্যাকেট) ও বিভিন্ন ধরনের রং-২০ (বিশ) বোতল উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে ও জরিমানার মোট ৬৫ হাজার টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে র‌্যাব-৫ সুত্র জানায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.