বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। আজ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রাশিয়ান সেনারা ইউক্রেনের দুটি অঞ্চলের আরো তিনটি গ্রাম দখল করেছে।
গ্রামগুলো হলো দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের রিচনে এবং টেরনুভেট এবং পূর্ব ডোনেটস্ক অঞ্চলের বেরেস্টক। তবে রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনগুলো নিশ্চিত করতে পারেনি।
এদিকে ইউক্রেনে চলমান প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে রাজধানী কিয়েভসহ অন্য প্রধান শহরগুলোতে এক সপ্তাহ কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবর জানিয়েছেন। রুশ হামলায় ইউক্রেনের লাখ লাখ মানুষ যখন প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় কাটাচ্ছেন, তখন ট্রাম্প এ ঘোষণা দিলেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে এই অনুরোধ করেছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে কিয়েভ এবং অন্যান্য শহরে এক সপ্তাহ গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজি হয়েছেন।’
ইউক্রেনে তাপমাত্রা বর্তমানে হিমাঙ্কের অনেক নিচে (মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় ট্রাম্প এই উদ্যোগ নেন।
হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘তীব্র শীতের কারণে…আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন এ সময়ে এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহর ও জনপদে কোনো হামলা চালানো না হয়।
ওয়াশিংটনের বর্তমান শৈত্যপ্রবাহের সঙ্গে তুলনা করে ট্রাম্প আরো বলেন, ‘এটি সাধারণ কোনো ঠাণ্ডা নয়, এটি নজিরবিহীন শীত। সেখানেও (ইউক্রেন) রেকর্ডভাঙা ঠাণ্ডা পড়ছে। আবহাওয়া খুবই খারাপের দিকে যাচ্ছে।’ ট্রাম্প বলেন, ‘তারা (ইউক্রেনবাসী) এর আগে কখনো এমন শীতের মুখে পড়েননি।’
আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও বিভিন্ন শহরে গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছিলাম।
তিনি রাজি হয়েছেন। আমি বলব, এটি খুবই ইতিবাচক একটি বিষয়।’ ক্রেমলিন অবশ্য তাৎক্ষণিকভাবে এ যুদ্ধ বিরতির বিষয়ে কিছু নিশ্চিত করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। #

















