BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার গঠন হলে পদ্মা ব্যারেজসহ রাজশাহীর উন্নয়নে বড় পরিকল্পনা : তারেক রহমান

সরকার গঠন হলে পদ্মা ব্যারেজসহ রাজশাহীর উন্নয়নে বড় পরিকল্পনা : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠন করলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষি ও কর্মসংস্থানে অগ্রাধিকার, সহজ শর্তে কৃষিঋণ এবং সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে এবং সংঘাত নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ২৫ মিনিটের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এসে জনগণের সঙ্গে সরাসরি দেখা হলো। সর্বশেষ ২০০৪ সালে তিনি রাজশাহী সফর করেছিলেন। সে সময় বিভিন্ন উপজেলায় গিয়ে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেন বলে উল্লেখ করেন তিনি। রাজশাহীর মানুষের সঙ্গে তার একটি আত্মিক সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন।

শান্তি ও সহাবস্থানের রাজনীতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা ঝগড়া-বিবাদে জড়াতে চাই না। তাই কাউকে আক্রমণ বা সমালোচনা করছি না। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে আমরা অন্তর্বর্তী সরকারকে বলব—সঠিক ও নিরপেক্ষ তদন্ত করতে। তদন্তে বিএনপির সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করব। তবে তদন্ত হতে হবে স্বচ্ছ এবং বিচার হতে হবে আইন অনুযায়ী। আমরা দেশে শান্তি চাই এবং সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।”

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী বললেই পদ্মা নদীর কথা মনে পড়ে। অথচ আজ পদ্মা, তিস্তা কিংবা ব্রহ্মপুত্র—কোনো নদীতেই পর্যাপ্ত পানির প্রবাহ নেই। নদীতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরেন্দ্র প্রকল্প চালু করার মাধ্যমে দেশে কৃষিতে একটি বিপ্লব ঘটিয়েছিলেন এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। সেই উন্নয়নধারাকে নতুনভাবে ও আধুনিক পরিকল্পনার মাধ্যমে পুনরুজ্জীবিত করতে চায় বিএনপি। ধানের শীষের সরকার গঠিত হলে ইনশাআল্লাহ পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজশাহী একটি শিক্ষানগরী হলেও এখানে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। ফলে উচ্চশিক্ষিত বহু তরুণ-যুবক বেকারত্বের সঙ্গে লড়াই করছে। এ অবস্থা থেকে উত্তরণে রাজশাহীর আইটি পার্ককে কার্যকর করা হবে। পাশাপাশি আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ ও বিশেষ পরিকল্পনার মাধ্যমে আমচাষিদের আর্থিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। দেশ কোন পথে চলবে—গণতন্ত্রের পথে নাকি অন্য কোনো পথে—সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচনে বিজয়ী হলে রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, সহজ শর্তে কৃষিঋণ প্রদান, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি।

জনসভায় তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ রাজশাহী বিভাগের ১৩টি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। এছাড়া দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। বিএনপির প্রধান হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ মখদুম (রহ.)-এর মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারত শেষে তিনি জনসভাস্থলে যান।

তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দেন। সমাবেশে রাজশাহী ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

রাজশাহীর জনসভা শেষে বিকেলে তারেক রহমান নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যায় নওগাঁ এটিএম মাঠে আয়োজিত আরেকটি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ