খুলনায় শীর্ষ সন্ত্রাসী ঝিলু মুন্সী গ্রেফতার

খুলনা ব্যুরো: তেরখাদার শীর্ষ সন্ত্রাসী তরিকুল ইসলাম ওরফে ঝিলু মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে  হত্যা মামলা সহ ১০ টির বেশী মামলা রয়েছে।তার গ্রেফতারের সংবাদে আটলিয়াসহ বিভিন্ন এলাকার স্থানীয় জনগন মিষ্টি বিতরণ করেছেন।
তেরখাদ থানার ওসি মোহম্মাদ গোলাম মোস্তফা জানান,গতকাল বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে মোকামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেরখাদা থানা পুলিশ গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী ঝিলু মুন্সীর বিরুদ্ধে হত্যা মামলা সহ ১০ টির বেশী মামলা রয়েছে। সন্ত্রাসী ঝিলু মুন্সী তেরখাদার আটলিয়ায় ঝিলু বাহিনীর প্রধান এবং মৃত ফুলমিয়া মুন্সীর ছেলে।
এলাকাবাসী জানায়, সে উপজেলার আটলিয়া সহ আশপাশের এলাকায় মূর্তিমান আতঙ্ক ছিল। সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন করা, মানুষের হাত পা কেটে পঙ্গু করে দেওয়া ঝিলুর নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল।
সন্ত্রাসী ঝিলু মুন্সীর বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজি, খুন সহ ১০ টির বেশী মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে খুলনায় আত্মগোপন করে থাকতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.