বাগেরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে ৩টি আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক এমপি এমএএইচ সেলিম তার বহু সংসখ্যাক কর্মী-সমর্থক নিয়ে প্রতিদিনই গনসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতারন করেছেন। দলমত নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম বাগেরহাটের আরো উন্নয়নের প্রতিশ্রæতি নিয়ে সকলের কাছে ছুটে চলেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি গতকাল জেলা সদর আসনের ফতেপুর বাজার, কচুয়ার উপজেলার সাইনবোর্ড বাজার, বাধাল বাজার, জিরো পয়েন্ট , গজালিয়া ও দেপাড়া বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন।
জেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল বলনে, সকালে তিনি বিভিন্ন বাজার ও জনবহুল এলাকার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়সহ তার ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পরে তিনি কচুয়া উপজেলা প্রেসক্লাবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং উপজেলার শ্রী শ্রী ছোট আন্ধার মানিক সর্বজনীন মন্দির এলাকাসহ বিভিন্ন স্থানে পথসভা করেন।
বিশিষ্ট শিল্পপতি ও ধনকুবের এম এ এইচ সেলিম এবারের সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪ টি নির্বাচনী আসনের মধ্যে ১, ২ ও ৩ আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।
গনসংযোগকালে এমএএইচ সেলিম বলেন বলেন, কোনো কারণে তিনি ধানের শীষ প্রতীক না পেলেও বিএনপির রাজনীতির সঙ্গেই রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিতেই থাকবেন। বিগত সময়ে কচুয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তিনি গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি সরাসরি যুক্ত ছিলেন। এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্যাতনের শিকার হলে তাকে জানাতে ভোটারদের প্রতি তিনি আহবান জানান। তাই এবারের নির্বাচনে আমার প্রতিক ঘোড়া।
এই ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে বাগেরহাটের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

















