নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সাহেবনগর বিওপি’র একটি টহলদল রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে।
বিজিবি জানায়, রবিবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১টায় পদ্মার চরে অভিযান পরিচালনা করে বিজিবি।
গোপন সূত্রে ভারত থেকে নৌকা যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢুকছে, এমন তথ্যের ভিত্তিতে সাহেবনগর বিওপি’র টহলদল নদীর পাড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইটি টিনের ডোঙা নৌকা নিয়ে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভৃখন্ডের প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের গ্রেফতারের চেষ্টা করলে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৯৬০ পিস Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট এবং দুইটি টিনের ডোঙা নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত ট্যাবলেটগুলো পরবর্তীতে রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।
১ বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















