BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়ামালকে অন্য গ্যালাক্সির খেলোয়াড় বললেন ওবিয়েদোর কোচ

ইয়ামালকে অন্য গ্যালাক্সির খেলোয়াড় বললেন ওবিয়েদোর কোচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: রেয়াল ওবিয়েদোর বিপক্ষে অ্যাক্রোবেটিক গোল করে স্তুতির জোয়ারে ভাসছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার স্প্যানিশ সেনসেশনের দর্শনীয় গোলটি মুগ্ধ করেছে প্রতিপক্ষের কোচ গিয়ের্মো আলমাদাকেও। ইয়ামালকে তো অন্য গ্যালাক্সির খেলোয়াড় মনে হচ্ছে তার।

কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। শিরোপাধারীদের হয়ে তৃতীয় গোলটি করেছেন ইয়ামাল। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ওবিয়েদোর গোলরক্ষকের গোল কিকে মাঝমাঠের কাছে বল পেয়ে যান বার্সেলোনার মার্ক কাসাদো। তার বাড়ানো বলে ফ্লিক করেন ওলমো। বক্সের ভেতরে বল পেয়ে অ্যাক্রোবেটিক ভলিতে জালে পাঠান ইয়ামাল।

ম্যাচ শেষে ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন আলমাদা।

“আমরা অন্য গ্যালাক্সির একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। তার মধ্যে অসাধারণ গুণ আছে এবং খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে নিজেকে মেলে ধরে। বয়স কম হলেও সে ইতিমধ্যেই একজন তারকা, যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ইয়ামালের একাদশ গোল।

ইয়ামালের গোলটি দেখতে ভালো লেগেছে হান্সি ফ্লিকেরও। তবে বার্সেলোনা কোচের মনে ধরেছে, দলের প্রথম গোলের সময় ইয়ামালের প্রচেষ্টা। তার চাপের মুখেই বক্সে আলগা বল পেয়ে নিচু শটে ‘ডেডলক’ ভাঙেন ওলমো।

“আমার নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, দলের প্রথম গোলের সময় ইয়ামাল যা করেছে সেটা। যেভাবে সে চাপ তৈরি করেছে এবং বল রিকভার করে ওই গোলের সুযোগ তৈরি করেছে, এটাই আমরা চাই। এটাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ও তিন পয়েন্ট পাওয়ার মূল চাবিকাঠি ছিল।”

“আমার কাছে, এটা তৃতীয় গোলের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল। তবে, অবশ্যই ফুটবলে তার গোল দেখতে সবাই ভালোবাসে এবং আমি খুশি যে, সে এমন একটি গোল করেছে।”

২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি