BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া

রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভিয়ারিয়ালের বিপক্ষে গতরাতে গুরুত্বপূর্ণ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এর আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যায় লস ব্লাঙ্কোস। টানা এসব সাফল্যের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রিয়াল সমর্থকরা।

অথচ কয়েকদিন আগেই কোচ জাবি আলোনসোর বরখাস্ত হওয়া নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন।

নতুন কোচ আলভারো আরবেলোয়া রিয়ালের মতো বড় ক্লাব কতটা সামাল দিতে পারবেন, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যে রিয়াল মাদ্রিদ নতুন করে জেগে উঠেছে, তা এখন স্পষ্ট। দলের দর্শন ও খেলোয়াড়দের সামর্থ্য কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তিনি স্কোয়াড ও খেলার ধরনে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

চ্যাম্পিয়নস লিগে বড় জয়ের পর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জয় ছিল আরো বড় এক বার্তা।

লিগের তৃতীয় স্থানে থাকা দলটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দীর্ঘ সময় পর দলটি আবারও প্রাণবন্ত, আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল খেলছে।

ডিসেম্বর ও জানুয়ারির শুরুতে বাজে সময় পার করার পর, আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ আবার কাউন্টার-অ্যাটাকিং ফুটবলে ফিরেছে। এর ফলে দলের পারফরম্যান্সে স্পষ্ট উন্নতি দেখা যাচ্ছে।

ড্রেসিংরুমেও এখন আত্মবিশ্বাস তুঙ্গে। স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গুইতো জানিয়েছে, এই মৌসুমে রিয়ালের সামনে এখন আর কিছুই অসম্ভব বলে মনে হচ্ছে না।

এল চিরিঙ্গুইতোর মতে, বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ, দুটো শিরোপাই জিততে পারে।

তবে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান খুবই কম। কাতালানরা তাদের বাকি ম্যাচ জিতলেও ব্যবধান থাকবে মাত্র এক পয়েন্ট।

সামনে থাকা এল ক্লাসিকোতে জয় পেলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়ানোর বড় সুযোগ থাকবে লস ব্লাঙ্কোদের সামনে। চ্যাম্পিয়নস লিগেও রিয়াল মাদ্রিদ দারুণ অবস্থানে রয়েছে এবং নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত।

বিশেষ করে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর এই জয় দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্স ও ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপের সর্বাধিক শিরোপাজয়ী দলটি আরো একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি ঘরে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি