BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাপোলিকে গুঁড়িয়ে জয়ে ফিরল ইউভেন্তুস

নাপোলিকে গুঁড়িয়ে জয়ে ফিরল ইউভেন্তুস

বিটিসি স্পোর্টস ডেস্ক: পজেশনে একটু পিছিয়ে থাকলেও ম্যাচজুড়ে দারুণ খেলল ইউভেন্তুস। নাপোলিকে উড়িয়ে এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল তুরিনের দলটি।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার সেরি আর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউভেন্তুস।

প্রথমার্ধে জোনাথান ডেভিড দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কেনান ইলদিজ ও ফিলিপ কসতিচ।

টানা তিন ড্রয়ের পর গত রাউন্ডে জিতেছিল নাপোলি। এবার ফের হেরে গেল শিরোপাধারীরা। আসরে সব মিলিয়ে তাদের পঞ্চম হার এটি।

ইউভেন্তুস গত রাউন্ডে হেরেছিল। জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলেও এক ধাপ এগোল তারা। ২২ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে প্রতিযোগিতাটির রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা, দলটি একটি ম্যাচ কম খেলেছে।

ইউভেন্তুসের সমান ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে নাপোলি। ৪৬ পয়েন্ট নিয়ে এসি মিলান (২১ ম্যাচ) দুইয়ে ও ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান (২২ ম্যাচ) শীর্ষে আছে।

এদিনই মুখোমুখি হবে এসি মিলান ও রোমা।

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। বক্সে কয়েক দফায় বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও পারেনি নাপোলির খেলোয়াড়রা। মানুয়েল লোকাতেল্লির ফ্লিকে ছয় গজ বক্সের বাইরে থেকে বল জালে পাঠান কানাডার তারকা ফরোয়ার্ড ডেভিড।

৭৭তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। প্রতিপক্ষের ভুলে আলগা বল পেয়ে পাস দেন ফাবিও মিরেত্তি। বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেন ইলদিজ।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকিতে তৃতীয় গোলটি করেন কসতিচ। বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সার্বিয়ান মিডফিল্ডার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি